হ্যালোডেস্ক
এ প্রজন্মের কন্ঠশিল্পী তানিশা মির্জার গাইলেন “মায়া লাগাইছে” গানটি।
মূলত একটি কভার গান গেয়েছেন কন্ঠশিল্পী তানিশা মির্জা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান “মায়া লাগাইছে”। শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী শাহ আব্দুল করিমের স্মরণে গানটি গেয়েছেন তিনি।
“মায়া লাগাইছে” গানটির কথা ও সুর শাহ আব্দুল করিমের। গানটিতে নতুন করে সংগীত আয়োজন করেছেন মোহাম্মদ পিয়াস। ভিডিও চিত্র নির্মান করেছেন রাহাত বাপ্পি।
ছোটবেলা থেকেই গানের প্রতি জোক ছিলো তানিশার। পরিবারের একমাত্র মেয়ে সন্তান তিনি। তার বাবা আব্দুল জলিল গান-বাজনা পছন্দ না করলেও, মা শাহিদা মির্জার অনুপ্রেরণায় গান গাওয়া শুরু এবং আজকের তানিশা মির্জা।
ফোঁক গান সবারই ভালো লাগে। ব্যতিক্রম নয় তানিশাও। তাই তারও আলাদা একটা মায়া কাজ করে ফোঁক গানের প্রতি। তাই তিনি শাহ আব্দুল করিমের গানই বেশি পছন্দ করেন।
তানিশা বলেন, গানকে ভালোবাসি বলেই দর্শক শ্রোতাদের কে ভালো গান উপহার দিতে চাই। সে জন্য তিনি সবসময় চেষ্টা করে যাচ্ছেন।
দিনাজপুরের মেয়ে তানিশা বলেন, এখন আমার নেশা শুধুই মিউজিক তথা ভালো ভালো গান গাওয়া এবং শ্রোতাদের মাঝে নিজেকে নিয়ে যাওয়া।
সামনে কন্ঠশিল্পী তানিশা মির্জার মৌলিক গান “কলিজারে কলিজা” আসছে।
“মায়া লাগাইছে” গানটি তানিশার ইউটিউব চ্যানেল “টিএস মিউজিক স্টেশন” এ মুক্তি পেয়েছে।
Add Comment