সাময়িকী : শুক্র ও শনিবার
-গীতা বৈদ্য
তোমার জন্যে সকাল দেখেছি
দেখেছি সূর্য ওঠা,
তোমার জন্যে দেখেছি শাখায়
কুঁড়ি থেকে ফুল ফোটা ।
তোমার জন্যে দুপুর দেখেছি
দেখেছি বিকেল বেলা ,
তোমার জন্যে দেখেছি ভোমর
ফুলেদের সাথে খেলা ।
তোমার জন্যে পাহাড় দেখেছি
বুক চিরে নামে ঝরণা ,
তোমার জন্যে শ্রাবন দেখেছি
দুকূল ছাপানো বন্যা ।
তোমার জন্যে আশা নিয়ে নদী
সাগরের বুকে মেশে,
তোমার জন্যে আমিও গিয়েছি
অজানা নিরুদ্দেশে।
তোমার জন্যে চাঁদেও দেখেছি
কলঙ্ক আর আলো,
তুমি আছ বলে মাগো আজ
সবকিছু লাগে ভালো ।
Add Comment