সাময়িকী : শুক্র ও শনিবার
২৯ অক্টোবর ২০২১
-পৃথ্বীশ চক্রবর্ত্তী
তোমার সুন্দর মুখটি দেখে
চাঁদ যে হলো চন্দ্রিমা
রূপে তোমার আলো দেখে
আকাশ করলো পূর্ণিমা!
অঙ্গে তোমার বন্যা দেখে
নদীর বুকে ডাকলো বান
কণ্ঠে তোমার মধু দেখে
পাখির কণ্ঠে জাগলো গান।
আকাশ আঁকলো মেঘের রেখা
দেখে তোমার দীঘল চুল
তোমার মুখে হাসি দেখে
পৃথিবীতে ফুটলো ফুল।
তোমার হাঁটার ভঙ্গি দেখে
ঝর্ণা ছুটলো আঁকাবাঁকা
তোমার শাড়ির আঁচল দেখে
প্রজাপতি মেললো পাখা।
বিলের পানি কালো হলো
দেখে তোমার কাজল চোখ
রক্তিম তোমার গালটি দেখে
আপেল হলো লাল টুকটুক।
দেখে তোমার ভালোবাসা
ভালোবাসলো সৃষ্টি
তোমার চোখে অশ্রু দেখে
মেঘ হলো যে বৃষ্টি!
তোমার প্রেমে জোয়ার দেখে
সমুদ্দুরে এল ঢেউ
তোমায় দেখে ঈর্ষা হয়না
মহাবিশ্বে নাই যে কেউ।

Add Comment