কবিতা

তোর পাড়ায়

সাময়িকী : শুক্র ও শনিবার

১৫ জুলাই ২০২২


-কাজী রহিম

পথ চলতে পেয়েছি তোঁকে
হৃদয়ের আয়নায় গেথেছি তোঁকে
এক পসলা বাহারী বাতায়নের-
ধোকায় বাঁক ঘুরিয়ে দেখেছি তোঁকে
হৃদপিন্ডে মায়া ডোরে রেখেছি তোঁকে
খোলা আঁকাশের ঐ নিলমায় একেঁছি তোঁকে
রাত-বিরাতে চেয়েছি তোঁকে
পথের মায়ায় পথ চলতে-
বর্ণিল আলোচায় খুজেছি তোঁকে
দিনের শেষে জোঁনাকির আলোয়-
নিউক্লিয়াসের সোনালী আভায়-
গল্প-স্বল্প-অল্প মায়ায় জেনেছি-
জৈবিক জীবনের শেষ বেলাতে-
করতে গিয়ে জোস্না বিলাস-
দেখেছি আমি চাঁদের সর্বনাশ।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031