সাময়িকী: শুক্র ও শনিবার
-কবির জুয়েল
এক মানুষে দুটো জগৎ দুটো জীবন
একটা তোমায় দিয়েছি;
তুমি সেই জগতে হাঁটছো,
সেই জীবনে সুখ কুড়াচ্ছো
প্রাণের পরে হাজার স্বপ্ন ধরছ;
প্রিয় করে নিয়েছে অন্য মানুষকে
প্রিয় করে নিয়েছ একটা পাহাড়, নদীকে।
আলপনায় এঁকেছ সমুদ্রকে।
নুড়ি কুড়ানো আলোয়
চেয়ে দেখি সে সুখ তোমার;
অবারিত সবুজ, কিংবা তাল পাতার ছায়া
নিশ্বাস ফেলা বুকের পাজর
সেথায় খুঁজে নিয়েছ অপার মায়া।
ভুলে যাওয়া দিনের মতো অতীত আমার মুখ
সে একটা জগৎ একটা জীবন
আমি দিয়েছি তোমায়।
চাইলেই কাউকে কিছুটা অসুখী করা যায়
মন্দ রাখা যায়, হিংসে কিংবা ক্রোধে;
অভিমান বোধে নিস্তব্ধতায় নষ্ট জীবন ডাকে
তবুও চাই এই একজগত এই এক জীবন
অপার সুখেই কাটুক তোমার সারাক্ষণ।
ওপারের জগৎ টা আমার হবে
ঐ জীবনটা আমার হবে
ঐ পৃথিবীতে অভিমান অভিযোগ ভুলে যাব
হিসেব নাহি রবে সেথায় লাভজনক
দুজন দুজনকে নিকটে দাঁড়িয়ে দেখবো
ভাববো মনে মনে;
আমরা হারিয়েছিলাম নিখোঁজ হয়েছিলাম
অনেকদিন খবরের কাগজে তা ছেপেও পাইনি আর
তারপর;
দুজন দুজন দূরে দাঁড়িয়ে…
অপলক চেয়ে বলবো তখনও,
হবে আমার?
ছেড়া পালে আমার নৌকায় মায়াবতী কপিলা…!
২য় জগৎ জীবন হোক ভালোবাসার স্রোতে ভাসবার…
Add Comment