হাত-ধরাধরি করে এলো বসন্ত ও ভালোবাসা দিবস
-রেহান কৌশিক
ধরো, যদি মেঘলা দুপুর ড্রয়িংরুমে গিটার বাজায়
ধরো, যদি ঘুঙুর পায়ে আকাশ এসে গল্প শোনায়
ধরো, যদি রাত্রি এসে দুঃখগুলো মোছাতে চায়
তুমি কি সেই আগের মতো ফিরবে আমার জ্বরের ঘোরে?
তুমি কি সেই আগের মতো দোয়েল হবে নতুন ভোরে?
ধরো, যদি রাজনৈতিক বিতন্ডা সব উধাও হল
ধরো, যদি মিথ্যাচারের শাসকযন্ত্র নিকেশ হল
ধরো, যদি মেশিনগানের নিশানারাও অন্ধ হল
তুমি কি সেই আগের মতো নিরুদ্দেশের গান শোনাবে?
তুমি কি সেই আগের মতো শুকনো পাতায় ঘর সাজাবে?
ধরো, যদি মনের অসুখ পালটে গেল পলাশফুলে
ধরো, যদি হলুদ চিঠি আস্কারা দেয় সময় ভুলে
ধরো, যদি প্রথম-স্পর্শ দাঁড়ায় এসে আঙুল তুলে
তুমি কি সেই আগের মতো প্রজাপতির ঘর বানাবে?
তুমি কি সেই আগের মতো নদীর বুকে মেঘ ভাসাবে?
ধরো, যদি ইচ্ছেগুলো প্রস্তুতি নেয় মহল গড়ার
ধরো, যদি স্বপ্নগুলো জানায় দাবি পাহাড় চড়ার
ধরো, যদি অভিমানও নৌকো ভাসায় প্রেমে পড়ার
তুমি সেই আগের মতো ফিরবে আমার মফসসলে?
তুমি সেই আগের মতো ভেজাবে চুল শ্রাবণজলে?
ধরো, যদি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দু-হাত বাড়ায়
ধরো, যদি ফেসবুকেরও স্টেটাসগুলো উষ্ণতা চায়
ধরো, যদি ইন্সটাগ্রামের ছবিগুলোও আবির ছড়ায়
তুমি কি সেই আগের মতো শর্তবিহীন উড়তে পারো?
তুমি কি সেই আগের মতো লিখবে নতুন ইস্তাহারও?
Add Comment