আজকের দেশ

নাটোরে বাউলিয়ানা সংগীত আসর অনুষ্ঠিত

ছবি: হ্যালোটুডে

গ্রামবাংলার চিরাচরিত ঢোল তবলার তালে আর একতারার ঝংকারে রাত ব্যাপী বাউল সংগীত পরিবেশিত হয়

মেহেদী বাবু, নাটোর:

নাটোরে রাজশাহী বেতার শিল্পী ও স্থানীয় বাউল শিল্পীদের অংশগ্রহণে রাত ব্যাপী বাউলিয়ানা সঙ্গীত আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাজরা নাটোর এলাকায় বাউল কার্তিক দাসের বাড়িতে ভোলা মন বাউল ও সমাজ কল্যাণ সংগঠন চত্বরে এই আসরের আয়োজন করা হয়। রাজশাহী বেতার শিল্পী আলাউদ্দিন শেখ এবং বেতার শিল্পী, গীতিকার ও সুরকার কার্তিক উদাস সহ প্রায় ২০ জন শিল্পী সংগীত পরিবেশন করেন।

গ্রামবাংলার চিরাচরিত ঢোল তবলার তালে আর একতারার ঝংকারে বাউল সংগীত পরিবেশিত হয়। গভীর রাত পর্যন্ত এই সংগীত উপভোগ করেন স্থানীয় গ্রামবাসী ও সংগীত প্রিয় মানুষ। এর আগে দিনব্যাপী সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের ৬৯ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে খগেন্দ্র নাথ রায়, সহ-সভাপতি পদে আলাউদ্দিন শেখ, সম্পাদক পদে সংগঠনের প্রতিষ্ঠাতা কার্তিক উদাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বাচ্চু, অর্থ সম্পাদক পদে শিপ্রা রায়, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম ইদ্রিস, প্রচার সম্পাদক পদে নিজাম বাউল, দপ্তর সম্পাদক পদে রফিকুল ইসলাম বাউল, সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল জব্বার শেখ, নির্বাহী সম্পাদক পদে মীর মমতাজ উদ্দিন ও দুলাল বিশ্বাস নির্বাচিত হন।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930