হ্যালো প্রবাস

নিউইয়র্কে মডেল মণিকা হকের এক্সক্লুসিভ পার্টি

হ্যালোডেস্ক

১৪ জানুয়ারি ২০২৩


যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটিতে এক উজ্জ্বল মুখ মণিকা হক। ইভেন্ট প্রডিউসার হিসেবে হেঁটেছেন অস্কারের লাল গালিচায়। নামকরা সব ফ্যাশন শোতে হয়েছেন র‍্যাম্প মডেল। সম্প্রতি হঠাৎ করেই এক্সক্লুসিভ এক পার্টির আয়োজন করেন তিনি। পার্টিতে সবাইকে চমকে দিয়ে আট হাজার ডলার মূলের সাদা গাউন পরে উপস্থিত হন নিউইয়র্কের স্কিন কেয়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মণিকা হক।

নিউইয়র্ক পার্ক চেষ্টার গোল্ডেন প্যালেসে এই পার্টির আয়োজন করা হয়। মণিকা হকের এই পার্টির জন্য ইন্টারন্যাশনাল ডিজাইনার ভ্যালডা রেইনি বিশাল লেন্থের আট কেজি ওজনের এই গাউন তৈরী করেন। এসময় দুইবার দুই রকম সাদা আউটফিটে উপস্থিত হন। নিউইয়র্কের বিখ্যাত ক্লোদিং ব্র্যান্ড হাইলি হাম্বেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল মণিকা হক। শুধু তাই নয় মণিকা হকের ড্রেসের সাথে মিল রেখেই গোল্ডেন প্যালেসের অভ্যন্তরীণ সাজসজ্জা করা হয়।

শীতের সান্ধ্যকালীন খাবারের সঙ্গে আড্ডা জমে উঠে। আয়োজনে প্রথমেই মিক্সড গ্রিল্ড, নান রুটি, চিকেন সামোসা, ড্রিংক্স আনলিমিটেড। এরপর কেক কেটে পার্টি উদ্বোধন করেন মডেল মনিকা।

পার্টিতে প্রিন্সেস ইবতিহাজ্ব নাচ পরিবেশন করেন। পার্টির পুরো সময় ধরেই প্রোজেক্টরের স্ক্রিনে ছিল মণিকা হকের ফ্যাশন ওয়াক এবং মণিকা হকের রিলিজ হওয়া গানের ভিডিও পরিবেশন।

আনলিমিটেড ডিনারে ছিল অ্যাপিটাইজারে পোলাও, চিকেন রোস্ট, বিফ কারি, উটের গোস্ত, মিক্সড ভেজিটেবল, এক্সক্লুসিভ সালাদ, রসোগোল্লা ও পায়েস।

এক্সক্লুসিভ এই পার্টিতে নব্বই জনকে দাওয়াত করে পার্টি সেলিব্রেট করেন। ভিআইপিদের মধ্যে উপস্থিত ছিলেন- আল-মুকতাদির রাফান, আল-ওয়ালিদ ট্যালেন্ট, প্রিন্সেস ইবতিহাজ্ব, মজ, নিকিটা, রিচার্ড এবং উর্মি।

পার্টিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্লাশিং হসপিটালের ডিরেক্টর চৌধুরী এস হাসান এম ডি, মেয়রের অ্যাডভাইজার ফাহাদ সোলায়মান, নর্থ আমেরিকা প্রথম আলো চিফ ইব্রাহীম চৌধুরী, ড্রাগন এন্টারটেইনমেন্টে চিফ টাইরন বুলক, নিউইয়র্ক ফ্যাশন প্রোডিউসার গ্লোরিয়া ক্রেসলার, নিকোলাস জন ট্রাপানিজ, সুপার মডেল ইস্টার ডিভা, আনিকা এম্ব্রস, মাইকেল ব্যারন, ক্লোদিং চিফ মোহাম্মদ আনিস রহমান, বাংলাদেশ বানিজ্যমেলায় প্রকাশিত লেখিকা শামসাদ পলাশ, গায়ক শামীম সিদ্দীকী প্রমূখ।

নিজের কাজ দিয়ে ইতিমধ্যেই মণিকা হক দৃষ্টি কেড়েছেন নিউইয়র্কের মূলধারার। কেবল নারীর ক্ষমতায়ন নিয়েই নয়, পরিবেশ আন্দোলনেও সমানভাবে হাজির তিনি।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930