-শুভ্রা নীলাঞ্জনা
প্রিয়তোষ, একদিন সব ছেড়েছুড়ে
আমাকে নিয়ে সংসারী হবে বলেছিলে
আমার গা ছুঁয়ে !
অথচ কথা রাখতে পারলেনা,
কিছু না বলে উধাও হয়ে গেলে
নিরুদ্দেশের দেশে, বিবাগী হয়ে।
কারোকাছেই তোমার ঠিকানা রেখে যাওনি!
আকাশের কাছে না, মেঘের কাছে না,
জলের কাছে না,
আমি অন্ধকারে তোমাকে খুঁজলাম
তন্ন তন্ন করে, ফিরে গেলাম,
সংসারী হলাম!
আচমকা তুমি ফিরে এসে
বললে চলো এবার সংসার সাজাই!
আমার সিঁথির সিঁদুর,
হাতের শাখা এসব কিছুই
তোমার চোখে পড়েনি!
দেখনি আমার পায়ে এখন নূপুরের বদলে
বন্ধনের শিকল!
তুমি ছিলে ঘোরের ভিতর,
আমি বললাম তা হয় না সময়
এবং স্রোত,
কারো জন্য অপেক্ষা করে না
আমি ও করিনি!
তুমি আবার নিরুদ্দেশে!
নিরুদ্দেশের ডাক নাম কি প্রেম?
Add Comment