সাময়িকী : শুক্র ও শনিবার
১৬ জুলাই ২০২২
-কাজী রহিম।
একটা দমকা হাওয়া,
একটি নির্ঘুম রাত,
কিছু বাক্যমালা,
কিছু স্বপ্নের অপমৃত্যু,
কিছুটা সময় আবেগেরে খেলা,
নিঃশফল স্মৃতির ভেলায় বাসা,
শুধু শুধু চোঁখের জল গড়িয়ে পড়া,
কষ্ট গুলি বক্স বন্ধি করে,
পুন:রায় সবার সুখে হাসা।
যে ছিলো হাতটি ধরে,
কাল বৈশাখীর ঝড়ে
তার হাতটি ছেড়ে দেওয়া,
উদ্ভুত কান্নার রোল,
নিশিতে গোপনে,
জানবেনা কেউ কোন দিন
কার বিহীনে এই রাখাল মন
বাঁজায় কষ্টের সূরে
এ কোন বিন।
Add Comment