সাময়িকী: শুক্র ও শনিবার
-সজল মনির
রাত্রি দ্বিপ্রহর
ঝকঝকে শহরের সব রাজপথ
সোডিয়াম বাতির ঝলমলে আলোয়
নিস্তব্ধতা ভেঙে হটাৎ ছুটে যায় গাড়ি
শাঁই শাঁই
ফের নিশ্চুপ, নিষ্প্রাণ।
প্রাণের স্পন্দন নিয়ে একটু আধোছায়ায়
অপরুপ সাজে প্রজাপতিরা উড়ে বেড়ায়
ভালবাসার ডালি নিয়ে
খদ্দেরের খোঁজে
লাজ নেই
অনিষ্টের ভয় নেই
পেটে ক্ষুধা আছে
চোখে আছে শুন্যতা।
কখনো সামনে পড়ে গেলে
নির্লজ্জের মতো ভক্ষণ করি চোখে
তবুও কাছে যেতে মানা
আমার আছে লোকলজ্জার ভয়।
Add Comment