ছবিঘর

নেত্রকোনায় ভ্রমন ও কিছু ছবি

হ্যালোডেস্ক

নিজেকে সতেজতার চাদরে বেঁধে নতুনভাবে চলতে ভ্রমনের জুড়ি নেই

ভ্রমনের উপকারিতা কি কি ? জেনে নিন ভ্রমনের উপকারিতা

১. ভ্রমন আপনাকে বাস্তববাদী করে তুলবে
সামাজিকতার বেড়াজাল থেকে মুক্ত হয়ে যখন আপনি ভ্রমনে বের হবেন তখন এটি আপনাকে বিভিন্ন পরিবেশ ও স্থানের সংস্কৃতির মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে। বিভিন্ন মানুষের সাথে খাপ খাইয়ে চলার ক্ষমতা অর্জন করতে সাহায্য করবে এবং তাদের ভালো ও খারাপ দিক আপনাকে বাস্তববাদী করে তুলতে সাহায্য করবে।

২. নিজেকে চেনাবে
ভ্রমন আপনার ভিতরের সত্ত্বার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবে। নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে নিজেকে বিচার করতে শেখাবে।

৩. মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে
দৈনন্দিন জীবনের ব্যস্ততায় যখন আপনি একঘেয়েমির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান তখন প্রিয় কোন জায়গায় ভ্রমন আপনাকে ভিন্ন সতেজতা এনে দিবে। নিজেকে পুনরায় চাঙ্গা করে তুলতে ভ্রমনের কোন তুলনা নেই।

৪. নিজেকে বুদ্ধিমান করে তুলবে
আপনি যখন কোথাও ঘুরতে যাচ্ছেন তখন সেখানকার পরিবেশ পরিস্থিতি আপনাকে বুদ্ধিমান করে তুলতে সাহায্য করবে।

৫. কিছু অবিশ্বাস্য মূহুর্ত এবং অভিজ্ঞতার জন্ম দিবে
ভ্রমন আবার কিসের অভিজ্ঞতা জন্ম দিবে? ভ্রমন তো ভ্রমনই। এমন প্রশ্ন আমার মনে আসতেই পারে।
ধরুন এবার আপনি পাহাড়ে ঘুরতে গেলেন, সেখানে পাহাড়ে চড়ার আগ্রহ, বা পাহাড়ে চড়া আপনার কাছে কি অবিশ্বাস্য মূহুর্ত এবং অভিজ্ঞতার পরিচয় দিবে না??

৬. নিজেকে স্বাধীনতার স্বাদ দিবে
ঘোরাঘুরি বা ভ্রমনে যে সবসময় ভ্রমনসঙ্গী থাকবে তা এমন কিন্তু সবসময় নাও হতে পারে। একাকী ভ্রমন আপনাকে স্বাধীনতার এক বিশেষ স্বাদ দিবে, এক্ষেত্রে আপনি নিজেই নিজের ভরসার জায়গা হয়ে উঠতে পারেন।

৭. আত্নবিশ্বাসী করে তুলবে
ভ্রমনের দিনগুলোতে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন,এ সময় আপনাকে এসব সমস্যার সমাধান করতে হয় যা নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে।

৮. জানার পরিধি বৃদ্ধি করবে
নিত্যনতুন জায়গায় ভ্রমণের কারনে নিজের জ্ঞানভান্ডার বেশ ভারী হয়। দেশ বিদেশে ভ্রমণ আপনাকে প্রতি স্থানের ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেবে।

৯. আপনাকে অনুপ্রেরণা জোগাবে
ভ্রমন আপনাকে সামাজিকতার বেড়াজাল থেকে মুক্ত করে নতুন করে কিছু করার অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে।

আর্কাইভ

ক্যালেন্ডার

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031