সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিন আক্তার শীলা
সিদ্ধান্ত যদি নিয়েই থাকো
আমার কাছে কাছে থাকবে,
তবে করছো কেন দেরী?
এসো, যা ছিল ভুল গ্লানি
যা ছিল মিথ্যা অহমিকা
তা আটলান্টিকে ফেলে এসো,
হোক অবেলা,
হোক সময় বৈরী!
আসবে এটা যেমন সত্যি,
আসল সত্যি হলো
তোমার আমাকেই দরকার
আমাকেই জরুরী।
কারণ তুমি যে এতো সুদর্শন
তা আমি ছাড়া কে দেখবে বলো?
কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে
তোমার জটিলতা গুলো?
কে অনুভব করবে
তোমার কষ্ট গুলো
দুঃখ গুলো?
তুমি যা মন ভুলো,
কে মনে করিয়ে দেবে
তোমার পুরনো স্মৃতি গুলো,
সময় গুলো?
আর যদি না আসো
তবে যাও,
আর কখনো ডাকবো না,
হোকা কষ্ট হোক অভিমান,
নেবো আড়ি,
ইস! আমার বয়ে গেছে ভারী।
Add Comment