সাময়িকী: শুক্র ও শনিবার
-শুভ্রা নিলাঞ্জনা
রান্না ঘরে যেয়ে দেখি মায়া এত্তগুলি পিঁয়াজ কাটছে।
একটা মুরগী রান্নার জন্য!
দেখার পর আমার ভিমরি দিয়ে পরে যাবার যোগাড়!
আমি বললাম মায়া করছস কি ?
তোর কি মায়াদয়া নাইরে পিঁয়াজের উপর ?
আমার জামাই দেখলে হার্ট এটাক করব?
তুই কি চাস আমার সুস্থ জামাই
এই দৃশ্য দেইখা হসপিটালে যাক ?
মায়ার নিরুত্তাপ জবাব দিদির যে কথা!
পিঁয়াজ কিইন্না কেউ কোনদিন দেউলিয়া হয় হুনছেন ?
আমি কম কাটতে পারুম না!
ঘচ ঘচ কইরা পিঁয়াজ কাইটা অভ্যাস আমার
যা লাগে তাই কাটুম পোষাইলে আমারে রাখেন
নাইলে বিদায় কইরা দেন!
আমি হাইসা হাইসা তুই যত পারছ
পিঁয়াজ কাইটা সাফা কইরা ফেলা!
দরকার হইলে গোল্ডের চুড়ি বিক্রি
করে পিঁয়াজ কিইন্যা দিমু!
সোনাদানা তো বিপদের জন্যই!
তোর ৫ টাকা হইলেই কি ৫০০ টাকা
হইলেই কি! কাটা দিয়া কথা !
তারপরে ও তুই যাইসনা!
পিঁয়াজ গেলে পিঁয়াজ পাওয়া যাবে
কাজের মানুষ চলে গেলে পাওয়া বড় দায়।
Add Comment