তরঙ্গটুডে

পুতুল হঠাৎ বিয়ের পিড়িতে

পুতুলের হঠাৎ বিয়ে

হ্যালোডেস্ক।।  পহেলা বৈশাখের প্রথম প্রহরে সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল জানালেন সংসার জীবনের খবর। হঠাৎ আয়োজনে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন তিনি। বর অস্ট্রেলিয়া প্রবাসী ব্যাংকার সৈয়দ রেজা আলী।

পুতুল জানান, রেজা একজন সংগীত পরিচালক। দুর্দান্ত মেধাবী একজন গিটারিস্ট। রেজার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গানও গেয়েছেন পুতুল। তাই তো সংসার সঙ্গীকে সম্বোধন করছেন ‘গানবন্ধু’ হিসেবে।

১৪ এপ্রিল রাত ১২টার দিকে নিজের ফেসবুক দেয়ালে লেখা বিয়ে প্রসঙ্গে পুতুলের মন্তব্য ছিলো এমন, ‘বিবাহিত জীবনটা সহজ, এ কথা যে বলে সে হয় অপরিণত, না হয় বোধহীন। কঠিন সমীকরণের বৈবাহিক জীবনকে আমরা নিজেদের সূত্রে সহজ করার চেষ্টা করতে পারি বড়জোর। বাকিটা সৃষ্টিকর্তার কৃপা। জীবনটা উদ্ভট এবং নাটকীয় না হলে আজকের এমন একটা পরিকল্পনাবিহীন দিনে আমাদের এক হবার কোনও কারণ ছিলো না।’

সৈয়দ রেজা আলী প্রসঙ্গে পুতুল বলেন, ‘আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। আমাদের দু’জনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।’

তবে ধারণা করা যায়, ১৩ এপ্রিল দিবাগত মধ্যরাতে এই বিয়ের ঘরোয়া আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের খবর দিয়ে নিজেকেই শুভেচ্ছা জানান পুতুল। বলেন, ‘শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেয়ার মতো বলিষ্ঠ পথিক যেনো হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেনো একইরকম সুরেলা থাকে, যেনো ছন্দ না কাটে। যেনো সুর তাল লয়ের পরিমিতিতে অপূর্ব সংগীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জায়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চিনতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেনো সত্যি হয়।’

‘ক্লোজআপ ওয়ান-২০০৬’ প্রতিযোগিতার মধ্য দিয়ে পুতুলের পরিচিতি। এরপর বিভিন্ন মিশ্র অ্যালবামের গাওয়ার পাশাপাশি ৫টি একক অ্যালবাম প্রকাশ করেছেন এই শিল্পী। পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন। গত ক’বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন কবিতা ও উপন্যাস।

 

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031