সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিন আক্তার শীলা
মাঝ নিশিতে হঠাৎ তন্দ্রা ভেঙে গেলে
যদি আমায় পড়ে মনে
ভেবো না আমি হারিয়ে গেছি
বাতায়নে উঁকি দিয়ে দেখো
আমি একলা আকাশে
পূর্ণিমার চাঁদ হয়ে আছি,
চাঁদের ভিতর লুকিয়ে বাঁচি।
চন্দ্রিমা রজনী তে হঠাৎ স্বপন দেখে চমকে উঠে
যদি আমায় দেখার অভিলাষ জাগে
আমাকে এক পলক দেখার অনুভূতি তীব্র হয়
তবে বারান্দায় দাঁড়িয়ে দেখো
আমি দূর আসমানে আছি
সুধাংশু হয়েই আছি,
পূর্ণিমার কিরণ ছড়াচ্ছি ।
হঠাৎ বিষন্ন রাতে কোন নি্র্জন প্রহরে
যদি শুনো আমি আর বেঁচে নেই,
প্রকৃতির বিষাক্ত ছোবলে কিংবা
দুষ্ট মহামারী তে আমার মৃত্যু হয়েছে
ভেবোনা আমি হারিয়ে গেছি
আমি দূর গগনের বুকে আছি,
হয়ে পূর্ণিমার শশী,
তুমি বাতায়ন পাশে বসি
ফেলবে কি দুফোঁটা নয়নের জল,
নাকি হাসবে মুচকি হাসি?
এতোটা নি্র্মম অমানবিক তুমি হতে পারো না,
ভালোবাসা ঐ সূদুর গগনের ভরা জোছনার শশী
শুভ্র নির্মল পবিত্র এবং মায়ায় ঝলমল,
ভালোবাসা হয় কি কখনো বাসি?
Add Comment