সাময়িকী: শুক্র ও শনিবার
-তৌফিক জহুর
প্লেগের কাহিনি পড়ে জেনেছি সেদিন
মানুষ হারিয়ে গেছে আমাবস্যা রাতে
ভোরের আলোতে নাচে শকুনের চোখ
স্বপ্নগুলো থেমে যায় ইঁদুর লালায়।
কলেরার আগমন ডানা মেলে ছিলো
আকাশ দাপায় চিল দুপুরের রোদে
তবুও মানুষ গায় জীবনের গান
নিজেকে উজাড় করে দেহ মন প্রাণ।
আঙিনায় তাশরিফ এনেছে করোনা
পৃথিবী কাঁপানো সব যুদ্ধবাজ নেতা
একদা যাদের চোখ হায়েনার ক্ষুধা
তাঁরা আজ খিল এঁটে দরোজায়, চুপ।
পাসপোর্ট ভিসা নেই পৃথিবী ভ্রমণে
করোনা, তবুও গাছে গাছে ফোটে ফুল
আমিতো ভুলেই গেছি নারীর চুম্বন
বসন্ত বাতাসে ভাসে মৃত্যুর হুলিয়া।
শুধু জেনে রাখো তুমি, দুর্বিপাক শেষে
হেঁটে যাবো একসাথে ঝিকিমিকি স্রোতে।
Add Comment