সাময়িকী: শুক্র ও শনিবার
-মানিক মোহাম্মদ রাজ্জাক
আপনিও কি নন্দলালের সাথে করে সন্ধি
আমার মত হয়ে আছেন চার দেয়ালে বন্দি
ঘরের ভেতর ঘোরাঘুরি ঘরেই ওঠা বসা
আপনিও কি মাঝে মধ্যে মারেন ধরে মশা?
আপনিও কি নাস্তা সেরে পড়তে বসেন বই
তারপরে ওই ফেসবুকটা খোলেন অবশ্যই
ইচ্ছে মত বসে থাকেন টিভি দেখার সারিতে
নন্দ হয়ে বসে আছেন ছন্দহারা বাড়িতে?
আপনিও কি গান কবিতার ছন্দছড়া ভুলে
দাঁড়িয়ে আছেন শঙ্কিত এক সান্ধ্য উপকূলে
কি হবে আর কি হবেনা এই ভাবনার ঘোরে
আপনারো কি আমার মত মন যাতনায় ওড়ে?
আপনিও কি আমার মত চুল দাড়ি না কামিয়ে
সময়টাকে রেখেছেন এক সরল রেখায় থামিয়ে?
Add Comment