কবিতা

প্রিয়তমা এসেছিল তালপাতার মতোন

– স্বপন রেজা

জলের ছায়া দেখছিলাম-
নিজের ব্যাখ্যা দিচ্ছে।
সব কিছুতে ভয় পাই।
তামা; সোনা; রূপো।

সব কিছুতে ভয় পেয়ে পাই।
সম্বলহীন ধুলোর কম্বলে ঢেকে
আছে প্রাচীন পথ।
কিছু পদচ্ছাপ নিয়ে এসেছে
তালপাতার কথা।

বলছে-
ভাওয়াল কন্যা!

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930