সাময়িকী: শুক্র ও শনিবার
-আলেয়া আরমিন আলো
কোলাহল নাগরিক শহরে,
অগণিত মানুষের ভীড়ে
শুধু তোমারই ছায়া পড়ে
আমার দু’চোখের নীড়ে।
উত্তরী বাতাসে মিশে থাকে
চিরচেনা সেই মিষ্টি সুঘ্রাণ
আবেগি স্পর্শে মাতাল হতে
কেবলই ব্যাকুল হয় পরাণ।
কথা কলরবেও স্পষ্ট শুনি
তোমার আগমনী পদধ্বনি
নিগূঢ় নৈঃশব্দ্যে ধ্বনিত হয়
মধুরিত প্রেমালাপ সিম্ফনি।
Add Comment