স্বাস্থ্যসৌন্দর্য

ফাগুনে যেভাবে নিজের চুল সাজাবেন

হ্যালোডেস্ক

১২ মার্চ ২০২২


বসন্তের সাজে পূর্ণতা আনতে খোঁপায় গুঁজে দেওয়া একটি ফুলই যথেষ্ট। ঝটপট করে ফেলা যায় আবার দেখতেও সুন্দর দেখায় এমন খোঁপা বা হেয়ারস্টাইলে সাজিয়ে নিতে পারেন চুল।

শাড়ির সঙ্গে পরিপাটি খোঁপা চমৎকার দেখালেও সালোয়ার কামিজ বা কুর্তিতে বসন্তবরণ করতে চাইলে এলোমেলো লুক নিয়ে আসলেই ভালো করবেন। খানিকটা ঢিলা করে বিনুনি করে ফুল গুঁজে নিতে পারে। একটু উঁচু করে ফুলিয়ে নিন সামনের অংশের চুল। এরপর এক সাইডে এলোমেলো স্টাইলের ফ্রেঞ্চ বেণি করে বেরিয়ে পরুন বসন্তবরণে। কুর্তির সঙ্গে বেশ ভালো দেখাবে।

সাইড টুইস্ট করে কানের পাশে গুঁজে দিতে পারেন ফুল।

চুলের সামনের অংশ সামান্য পাফ করে ফুলিয়ে নিন। পেছনের চুলগুলো ঘুরিয়ে সামনে এক সাইডে নিয়ে এসে আটকে দিন। উল্টো দিকের কানের পাশে ছোট্ট কোনও ফুল গুঁজে নিন।

পেছনের চুলগুলো কার্লি করে দুই কানের পাশ থেকে খানিকটা চুল টেনে উপরে টুইস্ট করে নিন। সালোয়ার কামিজের সঙ্গে ভালো দেখাবে।

শাড়ি পরলে হাত খোঁপা মানিয়ে যাবে বেশ। সামনের দিকে কিছু চুল ছেড়ে নিচু করে খোঁপা করে নিন। আরেকটু জমকালো খোঁপায় চুল সাজাতে চাইলে দুই পাশ থেকে চুল নিয়ে বিনুনি করে গোল করে ঘুরিয়ে এনে কালো ক্লিপ দিয়ে আটকে দিন উপরে। এভাবে অল্প অল্প করে চুল নিয়ে বিনুনি করে খোঁপায় আটকে নিন।

সাইডে সিঁথি করে চুলগুলো খোলাও রেখে দিতে পারেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930