সাময়িকী: শুক্র ও শনিবার
– কবির জুয়েল
তুমিই চেয়েছিলে পাগলের মতো কেউ ভালোবাসুক।
অথচ সেই না কেউ পাগলের মতো তোমাকে চাইলো,
তখনই তাকে চিকিৎসা করানোর জন্য উপদেশ দিলে।
তারপর, মফিজ ডাক্তারের কাছে গেলো,
আর ডাক্তার বললো,
আপনি ভালোবাসবেন তবে এতটা কেন,
যতটা ভালোবাসলে আমার চেম্বারে আসতে হয়!!
তখন মফিজ ডাক্তারকে বললেন ভালোবাসা কি মেপে হয়?
ডাক্তার তখন বললেন ওরে পাগল,
যে পাগলামি ভালোবাসার মুল্য বোঝেনা,
তাকে কেন এতো ভালোবাসতে গেছেন!
ভালোবাসার অত্যাচার সামলাতে সবাই পারেনা।
পারে সেই যে আপনাকে সত্যি ভালোবাসবে।
অতঃপর মফিজ বুঝে গেলো, ভালোবাসা মানে একটা ফানুস
যে উড়ানোর সুখ পায়, সে পাগল
আর যে পোড়ানোর সুখ পায়, তার কাছে ফানুস।
Add Comment