নূর হোসেনের বেঁচে থাকার গল্প শুনেছেন, বিভি রঞ্জন
নূর হোসেন, বাড়ি খুলনায়। মাঝে মাঝে তাকে বাংলাবাজার দেখি। আজ প্রথম কথা হল। কয়েক বছর আগে স’মিল (কাঠ চেরাই এর করাত কল) এ কাজ করতে গিয়ে দুর্ঘটনায় কাঠের সাথে নিজের দুই হাতের কব্জি কাটা পড়ে। কিন্তু জীবন যুদ্ধে হার না মানা নূর হোসেন ভিক্ষার ঝুলি কাঁধে না নিয়ে কাঁধে নেয় বইয়ের ঝুলি।
ঢাকার রাস্তায়, বাসে ফেরি করে বিক্রি করে সাধারণ জ্ঞান, নামাজ শিক্ষার মত ছোট ছোট বই। আর এ থেকে যে আয় হয় তাই দিয়ে বৃদ্ধ বাবা-মা ও নিজের জীবন চালায়। কেউ ভিক্ষুক ভেবে তাকে ভিক্ষা দিলে সে অপমানবোধ করে। তাঁর কাছে ঘুষখোর, ঋণ খেলাপি আর সেই সব কুসন্তানদের শিক্ষা নেওয়া উচিৎ, যারা অনেক আয় করেও বাবা-মাকে বোঝা মনে করে। নূর হোসেন তোমাকে সালাম।
Add Comment