সাময়িকী : শুক্র ও শনিবার
-মোঃ জাকির হোসাইন
মায়ের মুখে বাংলা ভাষা
প্রথম যেদিন শুনি
সেদিন আমি বাংলা ভাষার
হৃদয়ে বীজ বুনি।
বাংলা ভাষার অঙ্কুর থেকে
ফুটলো মুখে বুলি
মায়ের কাছে যা শিখেছি
তা কি কভু ভুলি !
মায়ের ভাষায় বলছি কথা
সকাল থেকে যামী
বাংলা ভাষা আমার কাছে
সবার থেকে দামি।
এই ভাষাতে হাসি-কাঁদি
করি নানান খেলা
এই ভাষাতে গান গেয়ে ভাই
কাটে আমার বেলা।
মাগো তুমি না শেখালে
এমন মধুর ভাষা
জন্ম আমার বৃথা হতো
না পুরাতো আশা !
Add Comment