সাময়িকী: শুক্র ও শনিবার
“দিনগুলো রাত হয়ে আসে”
দিনগুলো মাঝে মাঝে রাত হয়ে আসে
হৃদয়ের আকাশ জুড়ে কষ্টের মেঘ
যাপিত সনয় জুড়ে শূন্যতায় ভাসে
ভোরের বাগানে নেই একটিও ফুল
মাঠ জুড়ে সমাবেশ, কালো সব কাক
দুপুরে যে ডাকলো আকসার বেগে
বিকেলে সে বিষন্ন সত্যি অবাক!
দূরে বসে বালিকারা মেঘ ছুঁতে চায়
আকাশের নীল আভা মুখ টিপে হাসে
নির্মোহ দহনে ফিরে যায় তারা
বেদনাকে অকারণ বড় ভালোবাসে।
“পাস্তরিত প্রেম”
হৃদয় মাঝে লুকিয়ে রাখো
অশান্ত এক নদী
সে নদীরই ঢেউয়ের দোলায়
ভাসছি নিরবধি
পাস্তরিত প্রেম তোমার
জমে জমে পাথর
ছুঁইতে গেলে হিম হয়ে যাই
হৃদয় ভেঙ্গে কাতর।
Add Comment