তরঙ্গটুডে

বিচ্ছেদের পর শাকিরাকে দেখা গেলো হ্যান্ডসাম এক যুবকের সাথে

হ্যালোডেস্ক

০৭ জুলাই ২০২২


মাসখানেক আগে বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কলম্বিয়ার পপ সংগীত শিল্পী শাকিরার। এরই মধ্যে তাকে নিয়ে নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি এই গায়িকাকে হ্যান্ডসাম এক সার্ফারের সঙ্গে সার্ফিং করতে দেখা গেছে। সেই ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, শাকিরা তার ছেলে মিলানসহ স্পেনের কোস্টাল এরিয়ায় ক্যামেরাবদ্ধ হয়েছেন। তার সঙ্গে ছিলেন সদুর্শন এক যুবক। ডেইলি মেইল আরও বলছে, ওই যুবক নাকি শাকিরাকে সার্ফিং শেখাচ্ছে। তাদের মধ্যে কথোপকথনও হয়েছে হাস্যেজ্জ্বল ভঙ্গিমায়।

পিকে-শাকিরার ১২ বছরের সুখের সংসার পরকীয়ার কারণে ভেঙেছে এমনটাই গুঞ্জন উঠেছিলো গণমাধ্যমে। বার্সেলোনার এ ডিফেন্ডার অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ব্যাপারটা জানতে পেরেই সন্তানদের নিয়ে পিকের কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেছেন শাকিরা। তবে পিকে চাননি তার সন্তানরা শাকিরার সঙ্গে থাকুক। শাসা ও মিলিয়াদের মিয়ামিতে নিতে দিতে চাননি পিকে। তিনি চেয়েছিলেন তার সন্তানরা বার্সেলোনায়ও থাকুক। বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব সন্তানদের মধ্যে পড়ুক তা চাননি পিকে। কিন্তু সন্তানদের নিজের কাছে রাখতে আদালতের দারস্থ হন শাকিরা।

বিচ্ছেদের ঘোষণা দিয়ে পপসম্রাজ্ঞী এক বিবৃতিতে বলেন, অতিদুঃখের সঙ্গে আপনাদের নিশ্চিত করছি যে, আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের সন্তানদের ভালো চেয়ে আপনাদের কাছে অনুরোধ, তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে আপনারা সম্মান দেবেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930