সাময়িকী: শুক্র ও শনিবার
-অর্ণব আশিক
দু’খানা পা ছুঁয়ে দুপুরের রোদ
ভেজা চুল, টুপটাপ পড়ে জল
ভিজে পিঠের বসন
এসবই পোড়ায় সর্বনাশে মন।
আকাশ ছুঁয়েছে মেঘ
আলোরঙ শূন্যে মাখা গেরস্থালী দুর্বিপাক
দু’পায়ে দাঁড়িয়ে খোয়াব দেখে কিশোরী
ভিজে চুল দুপুর ছোঁয়া
বুকের মাঝে কাদম্বরী- রবীন্দ্রনাথ।

Add Comment