সাময়িকী : শুক্র ও শনিবার
-ফারজানা ইয়াসমিন
বিনষ্টকারী অন্ধ নয়।
কানতো তাদের বন্ধ নয়।
তবুও কেন বুঝতে এত কষ্ট হয়।
বৃক্ষ তাদের গোলাম নয়।
জীবনে এত রোগ, এত খরা।
তবুও তাদের হয় না মাথা চড়া।
বৃক্ষ তাদের আপন ধন।
ধ্বংস করলে যাবে নিজের প্রাণ।
বৃক্ষ যারা কাটছে
তারাও কিন্তু খুনির দল।
শাস্তি তাদের হবেই হবে
প্রকৃতির কোন ক্ষমা নাই।
Add Comment