হ্যালোডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪
এক দুপুরে হঠাৎ কবি অরি মুন্সীকে ফোন করেন অচেনা এক তরুণী। নাম মিলি চৌধুরী। এরপর জমে ওঠে তাদের আলাপন। দুপুরের আলাপ জ্যোৎস্নার মতো মায়া ছড়ায়। হুট করে হয় ছন্দপতন। অসুস্থ হয়ে পড়েন মিলি। তাকে দেখতে হাসপাতালের দিকে রওনা হন অরি। কিন্তু শেষপর্যন্ত তাদের কি দেখা হয়েছিল? এমন প্রশ্নের উত্তর নিয়ে ১৪ ফেব্রুয়ারী ভালবাসার দিনে প্রিমিয়ার হতে যাচ্ছে কমলেশ রায়ের রচনায় রিয়াজ রনি ও জিনাত জাহানের শ্রুতিকথনে নাটক ‘বৃষ্টি দুপুর’।
গত বছর একই দিনে প্রচার হওয়া ‘ জ্যোৎস্না দুপুর’-এর সিক্যুয়াল ‘ বৃষ্টি দুপুর’। শ্রুতি নাটকটি এবিসি রেডিও বিশ্ব ভালবাসা দিবসে শ্রোতাদের অনুরোধে পূনঃপ্রচার করে। শ্রোতাদের কথা চিন্তা করেই এবছরও প্রকাশ হলো ‘বৃষ্টি দুপুর’। শ্রুতিটির আবহসংগীত ও ভিডিও নির্মাণ করেছেন রিয়াজ রনি। যৌথভাবে প্রচারিত হবে ফেসবুক ও ইউটিউব চ্যানেল ‘রেডিও রনি’ এবং ‘জিনাত’স ক্লাউডে।

Add Comment