সাময়িকী : শুক্র ও শনিবার
১ সেপ্টেম্বর ২০২৩
―দুঃখানন্দ মণ্ডল (পশ্চিমবঙ্গ)
তুমি বৃষ্টির মতো উদ্ভ্রান্ত
তুমি নদীর মতো মায়াবী
শ্রাবণের বৃষ্টির গায়ে ছিটিয়ে দিয়েছো রক্ত
তুমি জানো ধুয়ে যাবে সব বৃষ্টিধারায়
ঘটনা মুছে গেলেও রয়ে যায় স্মৃতি
নিভে যাওয়া আগুনের ফুলকি একদিন দাবানল হয়…
তুমি যতই বৃষ্টি যাপনে মগ্ন থাকো
রক্তের মায়া একদিন গর্জে উঠবে
সেদিন তোমার সাথে কেউ থাকবে না
না বৃষ্টি না মায়াবী নদী…

Add Comment