সাময়িকী: শুক্র ও শনিবার
-কাকলী মুখার্জি
নিথর রাতে আর বাজেনা মুঠোফোনটা!
নিঃশ্চুপ একলা রাতে নেই ম্যাসেজের টুংটাং!!
অথচ নামের পাশে সবুজ আলো জ্বলজ্বল!!!
আমি অন্ধকারে চুপচাপ ঠিক যেন,
ঠিক যেন একটা ‘ফুলস্টপ’!
হঠাৎ কোথা থেকে এলো এতো আলো!!
এক বিরাট আলোকবৃত্তে ঢুকে যাচ্ছি ক্রমশঃ!!!
বৃত্তটা বড়ো হতে হতে হচ্ছে ‘বিশাল’!
বৃত্তের মাঝে ক্রমে ‘বিন্দুতে’ পরিণত হচ্ছে মুঠোফোনটা!!
দীপ্তমান আলোর পরিসরে এখন মুঠো মুঠো আনন্দ!!!
নিস্তব্ধতা ভেঙে বেজে উঠলো ফোনটা আর্তনাদের মতো!!
বাজছে বাজছে বেজে যাচ্ছে….
একবার ..দুবার ..তিনবার..!!
অভিমানী হাত আজ আর ধরলো না ফোনটা!!!
Add Comment