সাময়িকী: শুক্র ও শনিবার
-মোহাম্মদ ইকবাল
এ্যাই তুই কি জানিস?
যে ছেলেকে বলেছিলি ভালোবাসিস
সে তো বিপথগামী বিপজ্জনক লোক
বলেছিলি কবিতা লিখে
সে তো লিখে অন্য সব মেয়েদের নিয়েই লিখে
যাদের সাথে তার ওঠাবসা
সবার সাথেই যায়।
-দিদি, তাঁর কোন বাজে দিকটা তোমার চোখে পড়েছে ধরা?
কেনো-রে এইতো সেদিন চৌরাস্তার মোড়ে
সাই করে বেরিয়ে গেলো তার অফিসের গাড়িটা নিয়ে
খাখা রুদ্দুর বেজায় গরম তারপরও গাড়ির কাচ তুলা
পাশের সিটে ফুটফুটে এক মেয়ে।
এই ধর সাপ্তাহ খানেক আগে
দু’হাতে রাজ্যের শপিংব্যাগ দেখি শপিংমলে
সেদিনও পাশে ছিল এক অনিন্দ্য সুন্দরী।
আচ্ছা ওসব না হয় বাদ
আজ সকালে ফিরছি যখন বাড়ি
অঝোর ধারার বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারপাশ
খুব যত্ন করে ঢেকে রেইনকোটের তলায়
পাতালরেলে নামছে সে সাথে একটি নারী।
-দিদি যা দেখেছো বলছি না দেখার ভুল অথবা সত্যি নয়
তার গাড়ীতে আমাকে পেলে গ্রীষ্ম কিংবা শীতে
উঠিয়ে দিতোই মাথার উপরের গাড়ির কালো হুড
তাঁর পছন্দ মুক্ত হাওয়ায় উডুক আমার কুঁকড়া চুল।
হাটতে গেলে রাস্তা কিংবা শপিংমলে
যতই থাকুক শপিং ব্যাগের পাহাড়
হাতটি আমার ধরেই থাকবে সে।
আর বৃষ্টি;
আমায় নিয়ে বৃষ্টিতে সে ভাসবেই
পারিপার্শ্বিকতার হোক যতই বিরাগপূর্ণ।
দিদি তাঁর প্রতি বিশ্বাস অটুট আমার ভালোবাসার মতই
ভেসে গেছি আমার আমি তার ভালোবাসায় তুড়ে
সাতপাকে বাঁধা পড়েছে হৃদয়ে হৃদয়
তাঁর ভালবাসার সিঁদুরে রাঙা বৈষ্ণবী এই মন…
Add Comment