তরঙ্গটুডে

ভালোবাসা দিবসে সিনেমা দেখলেন চিফ হুইপ ও শিক্ষামন্ত্রী

চিফ হুইপ ও তার পরিবারের সদস্যদের সাথে সুবর্ণা মোস্তফা

হ্যালোডেস্ক

ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা উপভোগ করলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও শিক্ষামন্ত্রী দীপু মনি। তাদের সঙ্গে ছিলেন আরও কয়েকজন সংসদ সদস্য।

বিশেষ দিনে তারা একসঙ্গে সিনেমা হলে যাওয়ার কারণ, ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘গণ্ডি’ সিনেমাটি। কলকাতার সব্যসাচী চক্রবর্তী আর ঢাকার সুবর্ণা মুস্তাফা অভিনীত এই ছবিটি তারা উপভোগ করেছেন একসঙ্গে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক মেইল বার্তায় এমনটাই জানানো হয় প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্ম-এর পক্ষ থেকে।

ছবিটি দেখার প্রতিক্রিয়ায় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘অনেকদিন পর সিনেমা হলে গেলাম। ভালো লাগলো ছবিটি। আমি মনে করি, এই ধরণের গল্পের আরও অনেক বেশি ছবি আমাদের দেশে হওয়া প্রয়োজন। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের মন জয়ের পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল হবে।’

এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘যেদিন প্রথম আমি ইউটিউবে ছবিটির ট্রেলার দেখেছি, সেদিনই মনে মনে চিন্তা করে রেখেছিলাম হলে এসে দেখার। পরে সুবর্ণা মুস্তাফাকে বলি। তার সঙ্গেই আসলাম ছবিটি দেখতে। আমার বেশ ভালো লেগেছে ছবিটি। এই ছবিতে দারুণ একটি বিষয় রয়েছে। যা প্রত্যেকের দেখা উচিত।’

এদিকে ছবির প্রধান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমার খুব ভালো লাগছে জাতীয় সংসদের চিফ হুইপ, শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে বর্তমান সংসদের অনেক সদস্যরাই ছবিটি দেখতে এসেছেন। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তারা প্রত্যেকেই ছবিটি নিয়ে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।’
গত ৭ ফেব্রুয়ারি দেশের ১৩টি সিনেমা হলে মুক্তি পায় ‘গণ্ডি’।

শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এই ছবির গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। তারা বাড়িতে একা থাকেন। তাদের ছেলে-মেয়েরা বিদেশে নিজেদের মতো ব্যস্ত। কোনও একদিন বয়স্ক এ দুজন মানুষের পরিচয় হয়। আলাপ হয়। নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। তাদের সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের মানুষ। রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’তে সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা ছাড়াও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, শুভাশীষ ভৌমিক, পায়েল মুখার্জি প্রমুখ।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031