সাময়িকী: শুক্র ও শনিবার
-আলেয়া আরমিন আলো
বুকের গহীনে গাঢ় ফিরোজা নীলের এক চিলতে আকাশে
দুধসাদা মৃত আবেগ ছেঁড়া ছেঁড়া মেঘমায়ায় ওড়ে
মরিচা পড়া অনুভূতিগুলো দোলনচাঁপা সুবাসে
রৌদ্রনীল স্নিগ্ধতায় প্রস্ফুটিত হয় থরে বিথরে,
আজন্মের খাঁচাবন্দী অবাধ্য ইচ্ছেগুলোও
ঘাসফড়িং স্বপ্ন বুনে আবেগি মেঘবালিকাদের ভীড়ে।
পাতাঝরা হলদে দুপুরে বিগত সময়েরা বাউরি বাতাসে
মন জানলায় স্মৃতির শিউলি ঝরায়,
অপ্রাপ্তির বেদনা ধূপধোঁয়া মৌনতায় ঘোলা করে
নিষ্প্রভ দৃষ্টির আয়না,
বিষণ্ণ আধিয়ায় কেবলই দিকভ্রান্ত হয় নক্ষত্র জ্বলজ্বলে আলোর কল্প রথ,
অবশেষে,তীব্র নিরাশার নিকষ ভেদ করে
মিটিমিটি ওড়ে অনন্ত আশার জোনাকির ঝাঁক,
পুনরায় রঙ্গোলী আলপনায় নবীন স্বপ্নেরা রাঙিয়ে তোলে
মন আকাশের ধূসর ছায়াপথ।
Add Comment