সাময়িকী: শুক্র ও শনিবার
-মরিয়ম লিপি
হৃদয়, মন যাই বলি
একই যন্ত্র সকল শরীরে,
কর্ম গুলো ভিন্ন সাঁঝে
প্রকাশ করছে ভিন্ন রুপে
বসত করে একটি ফ্রেমে।
এই মনেরে বাঁধতে চাইলে
অন্য কোন হৃদয় মাজারে,
সুন্দর মন বুঝার আগে
ঠকতে হচ্ছে আজ সকলের।
মনের বাজারে মন
চেনা দায়,
মন নিয়ে করছে কি যে হ্যায়
মুখোশ পড়া মানুষ গুলি।
বহু রুপি মন গুলি
হচ্ছে কেনা বিনা দামে,
মনের মূল্য নাই যে এখন
সব জায়গাতে ভন্ডের চলন
মন নিয়ে এত খেলা
রঙ বুঝে সকলে খাচ্ছে ধরা।
ভাগ্য সব বিরাজ করে
মনের মানুষ ভাল হলে,
পাল্টে যায় জীবন তখন
মনের মানুষ মুখোশধারী যখন।
মুখোশ টাকে খুলে ফেল
মিথ্যের সাঁঝে কতকাল রবে বল?
সুখের ছবি ছুঁয়ে দেখো
জীবনে আজ কত রঙ্গ।
Add Comment