সাময়িকী: শুক্র ও শনিবার
-নাহিদী ইয়াসমীন
আজ ভাত খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে স্বপন। অনেকদিন পরে গরুর মাংস রান্না হচ্ছে। মাংস দিয়ে ভাত খেতে স্বপনের খুব ভালো লাগে। তার চেয়েও বেশি ভালো লাগে হাড্ডি চিবিয়ে খেতে। ওর চাচাতো তিন ভাই বোনও খাওয়ার অপেক্ষায় আছে।
রান্না শেষে চাচি সবার থালায় খাবার তুলে দিলেন। সবাই সব খাবার শেষ করে হাড্ডি চিবিয়ে চিবিয়ে মজা করে খাচ্ছে। স্বপন অনেক চেষ্টা করেও হাড্ডি ভাঙতে পারলো না। ওর মনটা খুব খারাপ হয়ে গেল। এমন তো কখনওই হয়নি! বাড়িতে মাংস রান্না হলে মা ওকে যে হাড্ডিই দিতেন স্বপন সেটা ভেঙে চিবিয়ে মজা করে খেতে পারতো। নৌকা ডুবিতে বাবা মা মারা যাবার পরে নয় বৎসরের স্বপনের আশ্রয় হয়েছে ওর চাচার বাড়িতে।
স্বপনের মনে প্রশ্ন জাগলো তবে কি ওর মা ওকে বেছে বেছে ভালো হাড্ডিটাই দিতেন যা মজা করে খাওয়া যায় ? যেমন চাচি আজ তার ছেলে মেয়েদের দিয়েছেন?
Add Comment