সাময়িকী : শুক্র ও শনিবার
‘বার্তা এসেছে’
রূপন্তি শাড়ি পড়ে আলতা রাঙা পায়ে যখন হাঁটছিল- তখন পায়ের কাছে চাপাকান্নার আওয়াজ শুনতে পেল। একটি ন্যাড়া গাছের নিচে সে অপেক্ষমাণ। কেউ আসছে!কানে কানে বাতাস তাকে বললো- ফাগুন আসছে।
‘অশনি সংকেত’
খাদিজার ছিমছাম গোছানো সংসার। গরু,ছাগল, হাঁস,মুরগি তার দুটি সন্তানের পুষ্টিকর খাবারের চাহিদা মিটায়।তার স্বামী একজন মৎস্য শিকারী। গতবার স্বামী মাছ ধরে যে টাকা পেয়েছিল তা দিয়ে তাকে নাকের সোনার নোলক গড়ে দিয়েছিল।
রাতে অমানিশার কালো অন্ধকার শেষে, ভোরবেলা গবাদিপশুর সাথে একটা উগরে পরা গাছের শাখায় তার নিষ্প্রাণ দেহটি নোনাজলে আটকে রইল। নোলকটি শুধু তিরতির করে দুলছিল।
Add Comment