সাময়িকী: শুক্র ও শনিবার
-ফারজানা রহমান তাজিন
সে চলে গিয়ে রয়ে গেলো
সুখ দিয়ে নিয়ে গেল
ফিরে আর এলো না
স্মৃতি আছে ভাষা হয়ে
কষ্টের আশা হয়ে
মন খুঁজে পেলো না।
আমি একা আকাশে
সুর হয়ে বাতাসে
সংগীত হলো না
সে কই কী করে
মন নিয়ে গেল পরে!
ঠিকানা টা দিলো না
আজ ও আমি হাতরাই
কষ্টে কাতরায়
আলো দেখা দিলো না।
সব কিছু মায়াজাল
মনে আছে সেই খেয়াল
পিছু ফেরা হলোনা…
Add Comment