সাময়িকী: শুক্র ও শনিবার
-সোমা পাল দাস
হেমন্তের চিকণ হাওয়াতে
জরাগ্রস্ত পাতাটি মাটিতে নেমে আসে,
এই মাটিতে যে মহীরুহ বেড়ে উঠেছিল
তাতেই তার সবুজ যৌবন যাপন,
আজ আবার সে ফেরে মাটিতে
মা, তাকে টেনে নেয় বুকে
সে আবার মৃণ্ময়ী হয়ে ওঠে।
কোনো এক ভোরের হাওয়া
ভাসিয়ে আনে নবজাতক শিশুর কান্না।
সত্তর বছর ধরে এই মাটি কর্ষণ করে
আজ তার দাফন হয় সমাপন।
আজ আবার সে ফেরে মাটিতে
মা, তাকে টেনে নেয় বুকে
সে আবার মৃণ্ময়ী হয়ে ওঠে।
এভাবেই দিনের সূর্য, রাতের তারার নিচে
যারা যারা আছে মাথা উঁচিয়ে বেঁচে
ফিরে আসে মাটির গভীর টানে
মা, তাদের টেনে নেয় বুকে
তারপর অনন্ত ঘুম নেমে আসে চোখে।
Add Comment