সাময়িকী: শুক্র ও শনিবার
-শফিকুল বারী শিপন
(সদ্য প্রয়াত মামা খান মাহাবুব কে উৎসর্গিত)
মৃত্য যেন আজ ফেরীওয়ালার আইসক্রীম,
প্রতিদিন ঘন্টা বাজিয়ে যাচ্ছে-সদর রোড ধরে
হাঁক ছাড়তে ছাড়তে…
কেই নামিয়ে কিনছে, কেউ বা কানই দিচ্ছে না!!
মৃত্য যেন আজ পাশের বাড়ীর উৎসব থেকে
ভেসে আসা তীব্র শব্দে বাজানো হিন্ডি গান…
প্রতিনিয়তই কানে ভেসে আসছে- কেউ শুনছে
কারো আবার কান ঝালাপালা হয়ে ওঠা বিরক্তি….
মৃত্য যেন আজ প্রতিদিনকার খবরের কাগজ..
প্রতি সকালে ঘরের মেঝেতে পড়ে থাকা……
এভাবে মৃত্য মেনে নেওয়া যায় না…..
এভাবে সভ্যতা মুখ থুবড়ে পড়ে যেতে পারে না..!!
এভাবে চলতে থাকলে -”আশরাফুল..মাখলুকাত”-মানুষ
আমরা যে বড় অপরাধী হয়ে যাই..!!!
সভ্যতা তুমি কিছু করো-…??? বিধাতা যে বড়ই নাখোশ!! আজ।
Add Comment