-অরনী চৌধুরী
আন্তর্জাতিক নারী দিবস ২০২০
মেয়ে তুমি কখনো বরো অসহায়
হায়নাদের লোলুপ দৃষ্টি আর
বিষাক্ত থাবায় কখনো তোমার জীবনে নেমে আসে বিপর্যয়।
মেয়ে তুমি যখন প্রতিবাদী হও
প্রতিবাদী কন্ঠে বিচার চাও,
তুমি পাও না ন্যায্য বিচার
তুমি কখনো আত্মহননের পথ বেছে নাও।
হায়না তারা পশুর চেয়েও অধম তারা
ভুলে যায় তারা মেয়ে ,তুমি তো কারো মা
কারও কন্যা, কারো বোন, কারো
স্ত্রী ভালোবাসার ঘরের,
বিবেক তাদের হয় শূন্য
মানবতা কোথায় যেন হারায়
নারীর গর্ভে জন্ম নিয়ে নারীকেই করে তারা অসম্মান
ভুলে যায় তারা দিতে হবে নারীদের সম্মান।
মেয়ে তোমার গর্ভে সৃষ্টি হয় বিশ্ব মানব সমাজ
তুমি আগলে রাখো পিতা, ভাই, পুত্র, স্বামী পুরো জগৎ সংসার,
উজার করে ভালোবাসা দিয়ে আগলে রাখো তুমি দূর করো সকল আঁধার
মেয়ে তোমার ত্যাগে গড়ে উঠে সুখের ঘর সুখের সংসার।
মেয়ে তুমি কষ্ট করে শ্রম দাও ঘরে বাহিরে
পাও না ন্যায্য মূল্য, বঞ্চিত হও
ঘরে বাইরে সর্বত্রই অনবরত,
মেয়ে তুমি প্রতিবাদ করো
তুমি জেগে উঠো
তোমার অধিকার তুমি প্রতিষ্ঠিত করো।
ভয় নয় মেয়ে তুমি এগিয়ে যাও
তোমার মেধা দিয়ে তোমার বুদ্ধি দিয়ে
গড়ে তুলো এ সুন্দর পৃথিবী
মেয়ে তুমি বুঝিয়ে দাও তুমি পৃথিবীতে সবচেয়ে দামী।
Add Comment