সাময়িকী: শুক্র ও শনিবার
-গৌতম রায়
বৃন্তচ্যুরত তিন প্রজন্ম
কুড়ি ফুল ফল
শেকড় হারা গাছ
ডানা হারা পাখি
চাল হারা ঘর
গর্ত হারা সাপ
পথহারা মাছ
আমফান টুকরো করেছে সন্তুলন
এই দানবের কাছে আজ আমরা কত অসহায়
আমরা যারা বেঁচে গেলাম
এই ভাঙনে দুর্গতদের পাশে দাঁড়াই
গাছের পাশে গাছ হয়ে
পাহাড়ের পাশে পাহাড় হয়ে
মাছের পাশে মাছ হয়ে
সাপের পাশে সাপ হয়ে
পাখির পাশে পাখি হয়ে না দাঁড়ালে
এ পৃথিবী একদিন ভাগাড় হবে
তখন সদগতির জন্য থাকবে না কোনো খাদ্যশৃঙ্খল
এসো মানুষ নোনাজলের পাশে
মিষ্টিজলের নদী হয়ে দাঁড়াই
গাছের পাঁজরায় দিই ব্যাড়ন্ডেজ
চারাকে দাঁড় করাই উজানে
যেখানে কঙ্কাল সেই ঘরে দিই ছাউনি
ব্যা ঙাচির জন্য লতিয়ে দিই
বিভাজিকা দোয়াব
এই সব পারো বলেই তো তুমি মানুষ
তুমি অমৃতস্যলপুত্রা
দেখাও আবার এ বিদ্ধস্ত পৃথিবীটাকে
বইপাড়ার মতো নতুন মলাট।
Add Comment