তরঙ্গটুডে

রাজধানীর বুকে ব্যতিক্রমী ‘লালযাত্রা’

হ্যালোডেস্ক

২৬ মার্চ ২০২২


১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতকে স্মরণ করে হয়ে থাকে নাট্যদল প্রাচ্যনাটের ব্যতিক্রমী আয়োজন ‘লালযাত্রা’। সদস্যরা সাজেন লাল আর কালো পোশাকে, হাতে থাকা লাল গোলাপ ছিটিয়ে হেঁটে বেড়ান রাস্তায়। গাওয়া হয় দেশের গান।

টানা ১০ বছর এটি অনুষ্ঠিত হলেও ২০২০ ও ২০২১ সালে এতে পড়ে ছেদ। কারণটা ছিল কোভিড-১৯ মহামারি। সেই মহামারির ধাক্কা কাটিয়ে শুক্রবার (২৫ মার্চ) বিকালে ফের রাজধানীর বুকে অনুষ্ঠিত হলো ‘লালযাত্রা’।

প্রচ্যনাট জানায়, টানা দুই বছর বন্ধ থাকার পর আবারও শহীদদের স্মরণ করলো তারা।

এদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে একটি ইম্প্রোভাইজেশনের মধ্য দিয়ে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে গেছে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। এ সময় গাওয়া হয় ‘ধন ধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সকল শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হয় এবারের ‘লালযাত্রা’।

‘লালযাত্রা’র মূল ভাবনা রাহুল আনন্দর। এই অভিনেতা-গায়ক-নির্দেশক বলেন, ‘২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুল- হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্বপুরুষের লাল রক্তের পথ ধরে- স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে, লালযাত্রায়।’

 

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930