সাময়িকী: শুক্র ও শনিবার
-তৌফিক জহুর
জায়নামাজ বিছিয়ে
উপুড় করে ঢেলে দিলাম হৃদয়ের অন্ধকার
চুইয়ে চুইয়ে পরতে থাকলো অহংকার, বিদ্বেষ
খুশির সাহসে একে একে খুলে ফেললাম
রিরংসার সকল দুয়ার
হিংসার বাদুড় উড়ে গেলো
হৃদয়ে প্রবেশ করলো নূরের অলৌকিক ফসফরাস
আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম।
একটা ঘোরের মধ্যে দেখতে পেলাম রাতের ছলাকলা।
জানলাম, পৃথিবীর বাতাসে এখন শুধুই কর্পূর ভাসে
কোথাও কোনো নারী মায়াবী হাতে
তানপুরায় সুর বাজায় না।
পৃথিবীতে এগিয়ে আসছে সকালের আলো
চারিদিকে সুরের সানাইয়ে জেগে উঠছে নতুন ভোর,
ভোরের বাতাসে স্বর্গের দুয়ার খুলে ভেসে আসে
অচেনা ফুলের গন্ধ, যা হৃদয়ে শিহরণ জাগায়।
সকালের ঘাসগুলোর যুবতী রূপ
আমাকে চিনিয়ে দেয় যৌবনের রহস্যময় সিঁড়ি
আজ আয়নায় আয়না নিজেরই সুরত আঁকবে
জীবনের সবুজ দেহ ।
Add Comment