সাময়িকী: শুক্র ও শনিবার
-সালমা সুলতানা
সেই সন্ধ্যেটা ছিল ভীষণ লাস্যময়ী,
হলদে রঙ শাড়ী পড়ে সে অপেক্ষায় ছিল রাত্রির অভিসারের,
কদমের গাল ছুঁয়ে ছিলো এক পশলা ভেজা বাতাস,
ওদিকে পাহাড়ের চোখে ঘুম, সন্ধ্যাবাতি নিভালো কেবলই,
সেই সন্ধ্যায় আমি সেজেছিলাম তোমায় ভেবে।
তারার ফুল গুঁজেছিলাম চুলের ভাজে,
স্মিত হাসির আড়ালে ছিল তোমাকে পাওয়ার গরিমা।
যদি বুঝে থাকো তুমি, সে অহংকার তোমারও।
তোমাকে ভালোবেসে আমাকেই ভুলতে বসেছি আমি।
সে তুমি কতটুকু জানো আর কতটুকু মানো, জানি না
সে হিসেব তোলা থাক আজ।
এই শ্বাশ্বত সত্যটুকু থাকুক সবার অগোচরে
আমাদের নীলকান্তমণি হয়ে,
সেই সন্ধ্যায় আমরা ভাঙিয়েছিলাম পাহাড়ের ঘুম।
Add Comment