তরঙ্গটুডে

লন্ডনে ‘ফাগুন হাওয়ায়’ দিয়ে শুরু হচ্ছে রেইনবো উৎসব

পাগলা হাওয়ায়

ঢালিউড

হ্যালোডেস্ক: লন্ডনে শুরু হতে যাচ্ছে রেইনবো চলচ্চিত্র উৎসব। ২১ জুলাই থেকে শুরু হচ্ছে উৎসবটি। আর উদ্বোধনী প্রদর্শনীতে থাকছে তিশা-সিয়াম অভিনীত তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’।

উৎসবটি চলবে ২৮ জুলাই পর্যন্ত। এটি হবে আয়োজনের ২০তম আসর।
জানা যায়, বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজিত এ উৎসবে থাকছে বেশ কিছু বাংলাদেশি চলচ্চিত্র। প্রদর্শনী ও সেমিনারসহ বেশ কিছু আয়োজন থাকছে উৎসবে।

২০০০ সাল থেকে চলচ্চিত্র উৎসবটি আয়োজন করে আসছেন মুস্তাফা কামাল। তিনি জানান, এবারের উৎসবে বাংলাদেশ ছাড়াও কলকাতার চলচ্চিত্রও থাকছে।
বাংলাদেশের যে ছবিগুলো থাকছে- ফাগুন হাওয়ায়, আলতা বানু, সি ইউ, কমলা রকেট, সনাতন গল্প, আমার জন্মভূমি, টু বি কন্টিনিউড, যুদ্ধটা ছিলো স্বাধীনতার, মিতাস ড্রিম, গ্লিম্পস অব ঢাকা, জীবন ও জীবিকা, নোনা জলের মেয়েটি এবং অদেখা দাস।

কলকাতার ছবিগুলো হলো- অসুখওয়ালা, রং বেরঙের কড়ি, উমা, এক যে ছিল রাজ, পিউপা, ভয় ও ভাগের।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930