কবিতা

লুকানো কবিতা

সাময়িকী : শুক্র ও শনিবার

-নীলা রহমান

৩১ জুলাই ২০২১


জনস্রোতে দাঁড়িয়ে আছি
নিয়ন বাতির
উচ্ছ্বসিত হাসির স্রোতে
সাময়িক আনমনা।
যখনি ভোরের সূর্য কপাল ঘেঁষে স্নাত
উষ্ণ বুননে জাগ্রত হয় গভীর
অরণ্যে লুকানো কবিতা।
গভীর অরণ্যে একা যেতে মন নারাজ।
শুকনো পাতার মচমচে আওয়াজ,
ঝটপট পাখির উড়ন্ত কৌশল,
বহুদিন আগে তিনফোঁটা শিশির জল
শান্ত স্বভাবে কচু পাতার হাতের
তালুতে নিমজ্জিত।
কিন্তু বিভ্রান্ত
অভুক্ত খরগোশের পদাঘাতে
গড়িয়ে পড়ে চাকচিক্য স্বপ্নছটার
রম্যব্যঞ্জক।
লোকালয় ছেঁড়া খোঁড়া অজুহাত এড়িয়ে
অমাবস্যা অস্বচ্ছ চাঁদের ক্ষতবিক্ষত
হাঁসফাঁস আর্তনাদে অপরাধী মানুষের মধ্যে
একবিন্দু বেদনা অশ্রু নেই, আছে
শুধু স্বার্থপরতার নির্যাস।
তবুও অনেকদিন পর গেরিলা বাতাসে উদাসী
মন ছুটে চলে সবুজবীথিকার
শীতল আঁচলে। ধীরে ধীরে
চক্ষু বুঁজে নব্য উদ্দীপনায় পত্র আলিঙ্গনে লুপ্ত
শুভ্র কবিতার পালকগুলো খুঁজে খুঁজে
আকাশের দিকে তাকিয়ে ভাবি এইতো
জীবন কতোনা তাৎপর্যপূর্ণ।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930