সাময়িকী : শুক্র ও শনিবার
২৩ ডিসেম্বর ২০২১
-মতি গাজ্জালী
চিৎকার চেঁচামেচি যতই করো–কনসার্টের বাদ্যযন্ত্রের উচ্চস্বরে
তোমার কণ্ঠ সাঁতার না-জানা শিশুর মত জলের তলে ডুবে গেল,
কেউ শুনতে পায়নি তোমার আর্তচিৎকার, চারদিকে তখন অন্ধকার,
ফিনকি দিয়ে রক্তের স্রোত উগলে গড়াচ্ছিল মুখ আর বুকের দিক থেকে।
সন্দেহভাজন যারা ছিল– সকলেই হত্যাকাণ্ডে জড়িত ছিল–
সবকিছু সাজানো, নাটুকে– বিচারিক এজলাস নিরুপায়–
আসামীগণ বেকসুর খালাস– লোকটি খুন হয়নি–
খামোখাই ছেলেগুলোকে হয়রানি করা হলো, কিছু টাকা নষ্ট হলো–
বিচারকেরও সময় নষ্ট, বিদ্যৎ পানি আরও কত কী অপচয়–
আসামী বহনে গাড়ির গ্যাস তেল আর পুলিশী পাহাড়া– সব জলে গেল–
কিন্তু খুন হওয়া লোকটির স্বজনদের আহাজারি কেউ খুন করতে পারেনি–
জানাজা সৎকার কেউ থামাতে পারেনি– আজও মানুষ লোকটির কথা বলেন–
বড় ভালো মানুষ ছিলেন, প্রতিবাদী আর বিপ্লবী ছিলেন–
ভালো মানুষ আর বিপ্লবীগণ শ্মশানে কিংবা গোরস্থানে ঘুমায়ে আছেন–
বিপ্লব দীর্ঘজীবী হয় না এই নতুন ডিজিটাল দুনিয়ায়, বিপ্লব মা’র খায়–
Add Comment