সাময়িকী: শুক্র ও শনিবার
-শিরিন আক্তার শীলা
শীতে কাঁপছে দেশ
শীতে কাঁপছে শহর,
শীতে কাঁপছে গ্রাম
কাটছে না তো প্রহর।
শীতে কাঁপছে পাড়া
শীতে কাঁপছে বৃদ্ধ, শিশু,
শীতে কাঁপছে ন্যাড়া,
তবু ও নবান্ন উৎসবে পড়েছে সাড়া।
শীতে কাঁপছে বাড়ি
শীতে কাঁপছে শাড়ি,
শীতে কাঁপছে নাড়ী
তাই চড়বো না আজ গাড়ি।
শীতে কাঁপছে দেহ, মন,
শীতে বেড়েছে কাঁপন,
তোমার উষ্ণতা নেবো
এসে দেখো, কতটা হই আপন।।

Add Comment