সাময়িকী : শুক্র ও শনিবার
-সজল মনির
আমি দেখেছি পাহাড়ি ঝর্ণা
বয়ে চলে ছন্দ সুরে
আমি দেখেছি সাগরের ঢেউ
আছড়ে পড়ে তীরে।
আমি হেঁটেছি দুর্বা ঘাসে
শিশির ভেজা পায়ে
আমি দেখেছি মেঘের ভেলা
এলোমেলো ছুটে চলে।
আমি হেসেছি আনমনে কত
জোছনায় করেছি স্নান
আমি দেখেছি স্বপ্ন হাজার
গেয়েছি আলোর গান।
আমি দেখেছি ঝর্ণা ধারায়
হটাৎ গিড়িখাত
আমি দেখেছি সাগর জলের
উল্টো স্রোতের বাঁক।
আমি দেখেছি সুপ্ত কঙ্কর
দুর্বায় লুকানো কাঁটা
আমি দেখেছি মেঘের আড়ালে
বজ্রপাতের থাবা।
আমি দেখেছি চাঁদের বুকে
কলঙ্কের কালো দাগ
আমি দেখেছি স্বপ্নের মৃত্যু
দেখেছি অমাবস্যা রাত।
Add Comment